লাতিনের সাদামাটা যে পোপ বদলে দিয়েছেন ক্যাথলিক গির্জাকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৯

পোপ পদে তার অভিষেক ছিল অনেক প্রথমের সমষ্টি।


ফ্রান্সিস ছিলেন আমেরিকা মহাদেশ কিংবা দক্ষিণ গোলার্ধ থেকে আসা প্রথম পোপ। সিরিয়ায় জন্ম নেওয়া গ্রেগরি তৃতীয় ৭৪১ সালে মারা যাওয়ার পর থেকে রোম কোনো অ-ইউরোপীয় বিশপ দেখেনি। ফ্রান্সিসে এসে সেই রীতি ভাঙে।


সেইন্ট পিটারের উত্তরসূরী হিসেবে ভ্যাটিকানের সিংহাসনের বসা প্রথম জেসুইটও তিনি; জেসুইট- ঐতিহাসিকভাবেই রোম যাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও