বিয়ের পরও কেন আলাদা থাকছেন জাপানিরা

প্রথম আলো প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৫:০২

বেশ কয়েক বছর হয় বিয়ে করেছেন হিরেমি ও হিদেকাজো। তারপরও আলাদা বাড়িতে থাকেন এই জাপানি দম্পতি। দুজনের বাড়ির দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। যে যাঁর বাড়িতে নিজেদের মতো করে জীবন যাপন করেন তাঁরা। সপ্তাহে দুই-এক দিন সুবিধাজনক সময়ে দেখা করেন। নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিগত পছন্দ নিয়ে বেশ ভালো আছেন তাঁরা। সামাজিক ও আইনগতভাবে একে অন্যের প্রতি দায়িত্বশীলও এই দম্পতি। বর্তমানে জাপানে অনেক দম্পতির মধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে এ ধরনের বিয়ে, যার নাম দেওয়া হয়েছে ‘সেপারেশন ম্যারেজ’।


অনেক জাপানিই মনে করেন, বিয়ে মানেই নিজেদের মতো করে চলার স্বাধীনতা চলে যাওয়া। স্বামী-স্ত্রী একসঙ্গে থাকার কারণে নিজেদের পছন্দকে ছাড় দিতে হয় বলে মনে করেন অনেক দম্পতি। এ কারণে অনেকের মধ্যেই দেখা যায় বিয়েভীতি। অনেক জাপানিই তাই সেপারেশন ম্যারেজের দিকে ঝুঁকছেন। সামাজিক ও আইনগতভাবে বিয়ে করেও যে যাঁর বাড়িতে থাকছেন তাঁরা। ফোনে দুজন দুজনের খোঁজখবর রাখছেন। সপ্তাহে এক বা দুই দিন দেখাও করছেন। এসব দম্পতি মনে করেন, এ ধরনের প্রথাবিরোধী বিয়ে তাঁদের দাম্পত্য কলহ, ভুল–বোঝাবুঝি থেকে দূরে রাখছে। সংসারে বেশি সময় দিতে হচ্ছে না বলে নিজেদের ক্যারিয়ারেও মনোযোগ দিতে পারছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও