You have reached your daily news limit

Please log in to continue


লটারিতে বিজয়ী নির্ধারণ করলেন তারকারা, কারা পেলেন পুরস্কার

কুপনের স্তূপ থেকে একটি কুপন তুললেন তারকা অভিনেতা আফরান নিশো। কুপনটি ফেনীর বাসিন্দা নূরুন নাহারের; থাইল্যান্ডের এয়ার টিকিট পাচ্ছেন তিনি। তারকা জরিপে আফরান নিশোকেই ভোট দিয়েছিলেন নূরুন নাহার।

পাঠকদের ভোটে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২-এ তারকা জরিপ পুরস্কার দেওয়া হয়। কুপনে ও এসএমএসে পাওয়া ভোট থেকে বিজয়ী নির্ধারণ করতে লটারির আয়োজন করা হয়। র‍্যাফল ড্রতে অংশ নেন আফরান নিশো, ‘সাদা সাদা কালা কালা’ শিল্পী এরফান মৃধা শিবলু ও ‘চলো নিরালায়’ শিল্পী আতিয়া আনিসা। তাঁরা তিনজনই তারকা জরিপে পুরস্কার পেয়েছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে র‍্যাফল ড্রর আয়োজন করা হয়। আয়োজনের ফাঁকে ‘কথা কইয়ো না’ গান পরিবেশন করেন শিবলু, কণ্ঠ মেলান আতিয়া।

মেগা ড্রতে এসএমএস থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের বাসিন্দা আকবর আলী, তিনি মালয়েশিয়ার এয়ার টিকিট পাচ্ছেন। আকবর আলীকে ফোন করে অভিনন্দন জানান নিশো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন