হামাসের সব সদস্যকে ‘মরতে হবে’, হুমকি নেতানিয়াহুর

প্রথম আলো প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৩:২২

ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের সব সদস্যকে ‘মরতে হবে’। তাঁদের মৃত্যু নিশ্চিত করবে ইসরায়েল।


গতকাল বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নেতানিয়াহু হামাসের বিরুদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর এ বিবৃতি প্রচার করা হয়েছে।


৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর ফিলিস্তিনি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরপর এই প্রথম হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার কথা জানালেন নেতানিয়াহু।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হামাস হলো দায়েশের (জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট) মতো। আমরা হামাসকে ধ্বংস করে ফেলব। যেমন করে বিশ্ব দায়েশকে ধ্বংস করে দিয়েছে।’


৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি। ভেদ করে ইসরায়েলের সুরক্ষাবলয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও