ওয়াটারপ্রুফ ৫ স্মার্টফোন
বর্ষা শেষ হয়েছে অনেকদিন আগেই। শরৎও প্রায় শেষ হতে চললো। এখনো মাঝে মাঝেই বৃষ্টির মুখে পড়তে হচ্ছে। আগে থেকে আবহাওয়ার হালচাল বোঝা যায় না বলে ছাতা নিয়ে বের হন না অনেকে। তাই গন্তব্যে পৌছানোর আগেই ভিজে একাকার অবস্থা। সঙ্গে থাকা ফোনও ভিজে নষ্ট হয়ে যায়।
তবে চাইলে ওয়াটারপ্রুফ স্মার্টফোন কিনতে পারেন। পানি থেকে সুরক্ষার জন্য ফোনে দরকার আইপি রেটিং। বিশেষ করে জলপ্রতিরোধী বা ওয়াটারপ্রুফ বৈশিষ্ট্যের জন্য আইপি৬৭ রেটিং বেশ ভালো, তার চেয়েও বেশি কাজের আইপি৬৮ রেটিং। আইপি৬৮ রেটিং আছে মানে এমনি জল বা নোনা জল, ১.৫ মিটার গভীরতায় নাগাড়ে ৩০ মিনিট ডুবে থাকলেও ফোনের কোনো ক্ষতি হবে না। আবার দামেও সস্তা। জেনে নিন এমন ৫ স্মার্টফোনের খোঁজ-
মটোরোলা এডজ ৪০ নিও
সবচেয়ে কম দামের আইপি৬৮ রেটিংযুক্ত, ১.৫ মিটার গভীর জলে একটানা ৩০ মিনিট ডুবে থেকেও কার্যক্ষমতা না হারানো মডেলের কথা বললে মোটোরালার এই ফোনের দিকে চোখ রাখতে হবে- দাম ২০,৯৯৯ টাকা। তবে ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে মটো এডজ ৩০ প্রো ফোনটিও কিনতে পারেন।