রম ড্রাইভ, টেরাবাইট স্টোরেজ নিয়ে নভেম্বরেই নতুন পিএস৫
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ২৩:০৮
পিএস৫-এর নতুন সংস্করণ আনার ঘোষণা দয়েছে সনি। এতে থাকবে ডিভিডি রম আর টেরাবাইট স্টোরেজের সুবিধা।
নতুন মডেলটিকে অনেকেই ডাকছেন ‘পিএস৫ স্লিম’ নামে। সে নামের মান রেখেছে মডেলটি- চলতি মডেলের চেয়ে আকারে ছোট ও পাতলা হবে এটি। আর এটি ‘পিএস৫’ ও ‘পিএস৫ ডিজিটাল এডিশন’ উভয় কনসোলেরই জায়গা নিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
যুক্তরাষ্ট্রে রমসহ নতুন মডেলের দাম পড়বে প্রায় পাঁচশ ডলার। অন্যদিকে, পিএস৫ ডিজিটাল এডিশনের দাম প্রায় সাড়ে চারশ ডলার।
নতুন এই মডেলের আকার চলতি মডেলের চেয়ে ৩০ শতাংশ কম। আর এর ওজনও কমেছে সিকি ভাগ (ব্যবহারকারীর বাছাই করা মডেলের ভিত্তিতে)।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন সংস্করণ
- পিএস
- সনি