২০০৪ সালের ৬ জুন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার প্রথম স্ত্রী গুলতেকিন খানকে তালাকের নোটিস পাঠান। দীর্ঘ ১৯ বছর পর সেই দিনের ঘটনা এক ফেসবুক পোস্টে তুলে ধরেছেন গুলতেকিন। সেইসঙ্গে প্রকাশ করেছেন হলুদ খামে পাঠানো হুমায়ুন আহমেদের ডিভোর্স নোটিস।মঙ্গলবার (১০ অক্টোবর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে পরপর চারটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রথম স্ট্যাটাসে গুলতেকিন লিখেছেন, ‘এই খামটির ভেতরে খুব যত্ন করে রাখা ছিলো আরেকটি খাম। আজ ট্যাক্সের জন্য কিছু কাগজ খুঁজতে গিয়ে এটি (ডিভোর্স নোটিস) পেলাম।’
এরপর বিচ্ছেদ নোটিসের সেই চিঠির খাম প্রকাশ করে লিখেছেন, এ ধরণের হলদে খামে চিঠি আসলে আমার মেয়ে শীলা বলতো, এগুলো তোমাকে লেখা প্রেমপত্র। শীলার বাবার লেখা আত্মজীবনীমূলক বই পড়ে অনেকেই আমাকে চিঠি লিখতো। ২০০৪ সালের ৬ জুন, স্কুল থেকে ফিরতেই শীলা বললো, ‘তোমার একটা প্রেমপত্র এসেছে’। আমি খামটি খুলে সিড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম সেটা তালাকের নোটিস।