![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x506x1%2Fuploads%2Fmedia%2F2023%2F10%2F11%2Fliton-kabadi-25d5d454b6c49098d481bbec8d269647.jpg%3Fjadewits_media_id%3D882278)
ভারতের প্রো কাবাডি লিগে বেঙ্গালুরু বুলসে বাংলাদেশের লিটন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৬:৩৭
গতবার দাবাং দিল্লির হয়ে প্রো কাবাডি লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় লিটন আলী। এবার দল পাল্টে জায়গা করে নিয়েছেন বেঙ্গালুরু বুলসে। নিলামে বাংলাদেশ পুলিশ কাবাডি দলের খেলোয়াড়কে ১৩ লাখ রুপিতে কিনে নিয়েছে ভারতের দক্ষিণের শহরের ক্লাবটি।
দুই দিনব্যাপী নিলামে বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম থাকলেও শুধু লিটনই বিক্রি হয়েছেন। আগামী ২ ডিসেম্বর থেকে ১০ দল নিয়ে প্রো কাবাডি লিগের দশম আসর শুরু হবে।
গতবার বাংলাদেশ থেকে দুজন সুযোগ পেলেও এবার শুধু লিটনই দেশের প্রতিনিধিত্ব করবেন। গতবার ছিলেন দিল্লির দলে।
- ট্যাগ:
- খেলা
- অন্যান্য
- কাবাডি
- প্রো কাবাডি লিগ