গ্রাফিকস কার্ড ও প্রসেসর নির্মাতা এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ওপর নির্ভরতা কমাতে আগামী মাসে নিজেদের চিপ আনার ঘোষণা দিতে পারে মাইক্রোসফট করপোরেশন। তাদের এই চিপ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার তৈরি এআই চিপের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব চিপ আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। সম্প্রতি বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে এখন এনভিডিয়া চিপ সরবরাহে হিমশিম খাচ্ছে। মাইক্রোসফটের তৈরি এই নতুন এআই চিপ এনভিডিয়ার জিপিইউর মতোই হবে। ডেটা সেন্টার সার্ভারের জন্য এই চিপ আনবে মাইক্রোসফট। মাইক্রোসফটের ডেটা সেন্টার সার্ভারে এখন এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করা হয়। মাইক্রোসফটের এই সার্ভার ব্যবহার করে ওপেনএআই ও ইনটুইটের মতো প্রতিষ্ঠান।
You have reached your daily news limit
Please log in to continue
এআই চিপ আনতে পারে মাইক্রোসফট
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন