শিক্ষকের মর্যাদা
ঘটনাটি শুনে মন খারাপ হওয়ারই কথা। এক ছাত্র শিক্ষককে চড় মেরেছে। সেই ছাত্রকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বাধা দিয়েছেন—এটাই শিক্ষকের অপরাধ।
যে শিক্ষার্থীরা কেন এ রকম অবক্ষয়ের শিকার হচ্ছে? কোথায় গেল আমাদের অতীত দিনের শিক্ষককে সম্মান করার সেই সংস্কৃতি? পৃথিবীতে যত সম্পর্ক আছে, তার মধ্যে ছাত্র-শিক্ষক সম্পর্ক ভিন্ন প্রকৃতির। অন্য কোনো মাপকাঠিতে এই সম্পর্ক মাপার সুযোগ নেই। এর মধ্যে নিহিত থাকে শ্রদ্ধা, ভালোবাসা, শাসন ও স্নেহ। শিক্ষকদের কাছ থেকেই শিক্ষার্থীরা পায় জীবন গড়ার উপযুক্ত শিক্ষা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা। সাম্প্রতিক সময়ে এ বিষয়টিতে যেন চিড় ধরেছে।
ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ে। এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের চেষ্টা করে দশম শ্রেণির এক ছাত্র। দায়িত্বরত শিক্ষক ওই ছাত্রের খাতা কেড়ে নেন। এ নিয়ে শিক্ষকের সঙ্গে সেই ছাত্রের বাগ্বিতণ্ডা হয়। এরই সূত্র ধরে শিক্ষককে চড় মারে ওই ছাত্র। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- শিক্ষকের উপর হামলা