কাশ্মীর নিয়ে বক্তব্যের জন্য ৭ বছরের কারাদণ্ডের মুখে অরুন্ধতী রায়
কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলায় বুকার পুরস্কার বিজয়ী ভারতের সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। এই মামলায় অরুন্ধতী রায়ের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই মামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ওই বছরই দিল্লিতে এক জনসভায় কাশ্মীর ইস্যুতে ‘উসকানিমূলক ভাষণ’ দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
২০১০ সালে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুশীল পণ্ডিত ও ‘রুটস ইন কাশ্মীর’ নামে কাশ্মীরি পণ্ডিতদের এক সংগঠন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে এ ধরনের বিচারের জন্য রাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হয়।