![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/10/11/gaza.jpg)
গাজার কাছে ৩ লাখ সেনা মোতায়েন করেছে ইসরায়েল
হামাসের সঙ্গে চলমান যুদ্ধে গাজা উপত্যকার কাছে প্রায় ৩ লাখ সেনা মোতায়েন করেছে ইসরায়লে।
আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন।
এক্সে (টুইটার) পোস্ট করা ওই ভিডিওতে তিনি বলেন, 'গাজা উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলোতে আমরা আমাদের পদাতিক বাহিনী, সাঁজোয়া সৈন্য, আমাদের আর্টিলারি কর্পস এবং রিজার্ভ থেকে আরও অনেক সেনা পাঠিয়েছি। ৩ লাখ সেনা বিভিন্ন ব্রিগেড এবং ডিভিশনে পাঠানো হয়েছে, তারা এখন গাজার কাছাকাছি রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল সরকার আমাদের যে মিশনে পাঠিয়েছে আমাদের সেনারা সে মিশন কার্যকর করতে প্রস্তুত হচ্ছে।'
'এই যুদ্ধের শেষে আর কখনো কোনো ইসরায়েলি বেসামরিক নাগরিককে হুমকি বা হত্যার মতো সামরিক সক্ষমতা যেন হামাসের না হয় তা নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি,' বলেন তিনি।