ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস আজ সকালে চেলেরঘাট এলাকায় বিকল হয়ে যায়। ওই বাসে পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। বিকল হওয়া বাসটি মেরামত করতে সময় লাগবে ভেবে ওই শ্রমিকদের অনেকে অন্য বাসে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি বাস থামলে শ্রমিকেরা তাতে উঠতে যান। পেছন থেকে অপর একটি বাস এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
ময়মনসিংহে বাসে ওঠার সময় আরেক বাসের চাপায় নিহত ৪
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন