কারখানামালিকেরা কি সব আইনকানুনের ঊর্ধ্বে

প্রথম আলো কল্লোল মোস্তফা প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৭:৪০

সামান্য কটূক্তি বা মানহানির মামলায় অনেককে বিনা বিচারে মাসের পর মাস জেল খাটতে হলেও আগুনে পুড়ে ৫৪ জন শ্রমিক মৃত্যুর ঘটনায় হাশেম ফুডস কারখানার মালিক আবুল হাশেম ও তাঁর ছেলেদের জামিন পেতে লেগেছিল মাত্র ১০ দিন।


রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায় আগুনে পুড়ে শ্রমিক-কর্মকর্তাসহ ৫৪ জনের মৃত্যু হয় ২০২১ সালের ৮ জুলাই। ১০ জুলাই কারখানার মালিক ও তাঁর ছেলেদের গ্রেপ্তার করা হলেও তাঁদের সবার জামিন হয়ে যায় ১৯ জুলাইয়ের মধ্যে। বিচার ছাড়া কাউকে জেলে আটক রাখা অনুচিত, কিন্তু মামলা প্রভাবিত করার মতো কারও যখন দ্রুত জামিন হয়ে যায়, তখন ন্যায়বিচার ঝুঁকির মুখে পড়ে।


হাশেম ও তাঁর ছেলে দ্রুত জামিন পাওয়ায় অনেকেই ন্যায়বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁদের সেই আশঙ্কাই যেন সত্যি হলো, সম্প্রতি ঘটনার দুই বছর পর ৫৪ জনের মৃত্যুর ঘটনায় মালিকপক্ষকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও