ভারতের ভিসার জন্য পাকিস্তান সরকারের দ্বারস্থ পিসিবি
পাকিস্তানের বিশ্বকাপ শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার পর আজ বাবর আজমরা খেলবেন বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় ম্যাচ। অথচ এখনো ভারতে যাওয়ার ভিসা পাননি পাকিস্তানের সংবাদকর্মী ও সমর্থকেরা।
এ নিয়ে আগেই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে খুব একটা কাজ হচ্ছে না। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পিসিবি এ বিষয়ে পাকিস্তান সরকারকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
পিসিবির মুখপাত্র উমর ফারুকি জানিয়েছেন, পিসিবি প্রধান জাকা আশরাফ পাকিস্তানের পররাষ্ট্রসচিব সাইরুস সাজ্জাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আইসিসিকে জানিয়ে সমাধান না পাওয়ার তিন দিন পর পররাষ্ট্র দপ্তরকে বিষয়টি জানিয়েছে পিসিবি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ফারুকি বলেন, ‘ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভিসা ইস্যুতে যেন কথা বলা যায়, পিসিবি চেয়ারম্যান এ বিষয়ে পররাষ্ট্রসচিবকে অনুরোধ করেছেন। বিশ্বকাপ কাভার করতে সাংবাদিক ও সমর্থকেরা ভারতে যেতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত; এ নিয়ে পিসিবি খুবই হতাশ।’