সাইবার জগতে ২৪ ঘণ্টা
১০ অক্টোবর ১৯৯৫
সাইবার জগতে এক দিনের অভিজ্ঞতা
জীবনের একটা দিন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ সাইবার জগতে কেমন, এর একটা ধারাবিবরণী প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মিডিয়া ল্যাবরেটরি। মিডিয়া ল্যাবের এক দশক পূর্তি উপলক্ষে ‘আ ডে ইন দ্য লাইফ অব সাইবারস্পেস’ প্রকল্পের অধীনে এটি করা হয়। অনেকের কাছ থেকে ওয়েবে তাঁর এক দিনের অভিজ্ঞতা চাওয়া হয়।
সাইবার জগতে ২৪ ঘণ্টার অভিজ্ঞতা নিয়ে এমআইটির প্রকাশনাকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
১৯৯৫ সালের ১০ অক্টোবর পর্যন্ত ইন্টারনেট, ব্যক্তিগত গোপনীয়তা, মতপ্রকাশ, বয়স, সম্পদ, বিশ্বাস, শরীর, স্থান, ভাষা ও পরিবেশ বিষয়ে সাইবার জগতে একদিনের অভিজ্ঞতা জমা পড়ে মিডিয়া ল্যাবে। এগুলো একত্র করে প্রকাশ করে এমআইটি মিডিয়া ল্যাব। উদ্দেশ্য ছিল, ডিজিটাল বিপ্লব কীভাবে আমাদের গ্রহের রূপান্তর ঘটাচ্ছে, তা তুলে ধরা সাইবার জগতে ২৪ ঘণ্টা নামের এই প্রকাশনায়।