সম্ভাবনার নতুন পথ

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১১:৩০

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী (১৯২৯)’ পড়ে চোখের জল ফেলেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। অপু আর দুর্গা, দুই ভাইবোনের সম্পর্কের যে রসায়ন, তা বাংলার চিরকালীন সম্পর্কেরই ছবি। বিভূতিভূষণের এই কালজয়ী উপন্যাসকে সেলুলয়েডের ফিতায় বেঁধেছেন সত্যজিৎ রায়।যারা পথের পাঁচালী পড়েছেন বা দেখেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে অপু আর দুর্গার লুকিয়ে রেল দেখতে যাওয়ার কথা। কাশবনের ফাঁক গলে দুই ভাইবোনের অপার বিস্ময়ে জীবনে প্রথম রেল দেখার ছবি অমলিন হয়ে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে।


এমন আরও অনেক গল্প রচিত হতে যাচ্ছে এই বাংলাদেশে। ১০ অক্টোবর ২০২৩, পদ্মা সেতুতে রেল চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুইদিন আগে মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি রিপোর্ট দেখছিলাম এটিএন নিউজে। মুন্সিগঞ্জের অনেক মানুষ জীবনে রেলগাড়ি দেখলেও চড়েনি। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে পদ্মা সেতুতে রেল চলাচল দেখার আশায়। অনেকে বিশ্বাসই করতে পারছেন না, তাদের জীবদ্দশায় চোখের সামনে রেল চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও