![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/press-phi-20231010094034.jpg)
গাজায় দুই সাংবাদিক নিহত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১০:৪১
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার পশ্চিম অংশের একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে দুজন সাংবাদিক রয়েছেন। খবর আল জাজিরার।
তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন সায়েদ আল তাওয়েল এবং মোহাম্মদ সোভ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
গত শনিবার (৭ অক্টোবর) কয়েক হাজার রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলের মাটিতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুপক্ষের সংঘাত চলছেই।