পুঁজিবাজারে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৬:৫৪

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবারও (৯ অক্টোবর) পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। এদিন ২৯টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১০৭ কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দাম বাড়ার পরিবর্তে তিনগুণ কোম্পানির শেয়ারের দাম কমেছে।


এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৭ দশমিক ৬২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট। সূচক কমলেও বেড়েছে লেনদেনও।


এর আগের দিন রোববার ডিএসইতে সূচক পতন হয়েছিল ২৪ পয়েন্ট। অপর বাজার সিএসইর সূচক কমেছে ৫৪ পয়েন্ট।ডিএসইর দেওয়া তথ্য মতে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ৬ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।


প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩১ পয়েন্টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও