You have reached your daily news limit

Please log in to continue


পথচলার ২০ বছর উদযাপনে ‘মেঘদল’র একক কনসার্ট

শুরুটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, বন্ধুরা মিলে আড্ডায় গাওয়ার মধ্য দিয়ে। এরপর ২০০২ সালে সংগঠিত হন, আর ব্যান্ডের নাম দেন ‘মেঘদল’। এক এক করে সেই ব্যান্ড পার করেছে দুই দশক। এবার উদযাপনের পালা।

পথচলার ২০ বছর উপলক্ষে একটি একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। আগামী ১৩ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি। কনসার্টটির শিরোনাম দেওয়া হয়েছে ‘শরতে মেঘদল’।

বিশেষ এই কনসার্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন সদস্য মেজবাউর রহমান সুমন বলেন, “নতুন আর পুরোনো গানগুলো নিয়ে আমরা হাজির হবো শ্রোতাদের সামনে। বিশ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপুর্ণ আমাদের নিজেদের কাছে। তাছাড়া যারা মেঘদলের কথা ও সুরকে ভালোবেসে এই দীর্ঘ পথচলায় আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন; তাদের জন্যই মূলত এই আয়োজন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন