![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-10%2Fd8ba8c35-6eef-4559-82f7-08ed480af0c4%2Finteloffice_telaviv_reuters_091023_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
আক্রমণে ‘ঝুঁকির মুখে’ ইসরায়েলের প্রযুক্তি খাতও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৪৪
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পরপরই ইসরায়েলে পরিচালিত প্রযুক্তি কোম্পানিগুলোকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারী ও বিশ্লেষকরা।
বেশ কয়েক দশক ধরে ইসরায়েলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত হল ‘হাই-টেক’ শিল্প, যা রাষ্ট্রটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সামগ্রিক কর্মীর ১৪ শতাংশ ও স্থানীয় উৎপাদনের এক পঞ্চমাংশে ভূমিকা রাখে এ সেক্টর।
আক্রমণের পর রোববার ইসরায়েলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারমূল্য কমে যায়। আগের দিন শনিবার ইসরায়েলের বিভিন্ন শহরে ঢুকে পড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।
হামাসের ছোড়া কয়েকটি রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিব পর্যন্তও পৌঁছে যায়। ফলে, বিভিন্ন ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় পশ্চিমা সমর্থিত রাষ্ট্রটি।