You have reached your daily news limit

Please log in to continue


অপোর দ্বিতীয় ফোল্ডেবল ফোনে যেসব ফিচার পাবেন

কিছুদিনের মধ্যেই বাজারে আসছে অপোর দ্বিতীয় ফোল্ডেবল ফোন। স্মার্টফোনের নাম অপো ফাইন্ড এন৩ ফিলিপ। স্মার্টফোনে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার্স দিতে চলেছে সংস্থা। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ঝড় তুলেছে এই ডিভাইস। এটির ইউনিক ডিজাইন ও অত্যাধুনিক সুবিধার কারণে ব্যবহারকারীদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ফোল্ডেবেল স্মার্টফোন।

স্মার্টফোনের মূল ডিসপ্লে রয়েছে ৬.৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড প্যানেল। যার রেজোলিউশন ১০৮০ x ২৫২০ পিক্সেল। সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটির যে এস্কটার্নাল ডিসপ্লে রয়েছে সেখানে পাবেন ৩.২৬ ইঞ্চি প্যানেল যার রেজোলিউশন ৩৮২ x ৭২০ পিক্সেল।

ফোল্ডেবেল স্মার্টফোনে মেডিটেক ডিমেনসিটি ৯২০০ চিপসেট প্রসেসর দেওয়া হয়েছে যা সর্বোচ্চ ১২জিবি র‍্যাম সাপোর্ট করে। এই স্মার্টফোনে দু’ধরনের স্টোরেজ পাবেন- ২৫৬জিবি এবং ৫১২জিবি। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারস ১৩.২ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে মোবাইলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন