যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ছাত্র পরিষদের নেতৃত্বে দুই বাংলাদেশি
ব্রাউন গ্র্যাজুয়েট স্টুডেন্ট কাউন্সিলে প্রথম অংশ নিই বিভাগের প্রতিনিধি হিসেবে, ২০২১ সালে। এরপর গ্র্যাজুয়েট স্টুডেন্ট কাউন্সিলের কার্যনির্বাহী বোর্ড পজিশনে অংশগ্রহণ করি। সেখানে নির্বাচনের মাধ্যমে কমিউনিকেশন চেয়ার পদে জয়ী হই। সর্বশেষ ২০২৩ সালের এপ্রিলে আরেকটি নির্বাচনে অংশ নিয়ে আমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হই। ২০২৩ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমার মেয়াদকাল। এই সময়ের মধ্যে ব্রাউন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার প্রশিক্ষণ, ছাত্রছাত্রীদের সমতা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসচেতনতা ও ইউনিভার্সিটির পলিসিতে ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্তিকরণের মতো নানা বিষয়ে আমি কাজ করব। অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে, গ্র্যাজুয়েট স্টুডেন্ট কাউন্সিলের কার্যনির্বাহী বোর্ডের কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা, গ্র্যাজুয়েট স্টুডেন্ট কাউন্সিলের সভায় নেতৃত্ব দেওয়া, ছাত্রছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করা, বিশ্ববিদ্যালয় কমিটিতে পদাধিকারবলে দায়িত্ব পালন করা ইত্যাদি। প্রেসিডেন্ট হওয়ায় স্টুডেন্ট কাউন্সিলের ফাইন্যান্স কমিটির সহসভাপতির দায়িত্বও আমাকে পালন করতে হয়।