চলে গেলেন ব্রিটিশ চিত্রনাট্যকার টেরেন্স ডেভিস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৪:৫৬

খ্যাতিমান ব্রিটিশ পরিচালক ও চিত্রনাট্যকার টেরেন্স ডেভিস আর নেই। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ‘ইয়াহু নিউজ’ প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।


টেরেন্স ডেভিস উত্তরপূর্ব ইংল্যান্ডের লিভারপুলে নিজের বাড়িতে ৭ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়েছে।


টেরেন্স ডেভিস ‘ডিস্ট্যান্ট ভয়েস’ ও ‘স্টিল লাইভস’ এর মতো সিনেমা দিয়ে তিনি পরিচিতি লাভ করেছেন। এ সিনেমা জনপ্রিয় হওয়ার পর আর তাকে পিছু তাকাতে হয়নি।


ডেভিস সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরুর সময়ে ‘চিলড্রেন’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইলন্ড’ এবং ‘ডেথ অ্যান্ড ট্রান্সফিগারেশন’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন ।


টেরেন্স ডেভিসের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে নেটফ্লিক্স ড্রামা ‘বেনেডিকশন’। এতে অভিনয় করেছেন গত বছরের সিনেমা ‘স্লো হর্সেস’ অভিনেতা জ্যাক লোডেন এবং সায়েন্স ফিকশন টেলিভিশন সিরিজ ‘ডক্টর হু’ এর অভিনেতা পিটার কাপালডি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও