কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গণতন্ত্র এখন বিশ্বের অনেক দেশেই চ্যালেঞ্জের মুখে: মালির সাবেক প্রধানমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ২০:০১

বিশ্বের অনেক দেশেই গণতন্ত্র এখন চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন মালির সাবেক প্রধানমন্ত্রী মাউসা মারা। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাগর এবং আকাশসীমার পাশাপাশি মহাকাশেও প্রতিযোগিতায় লিপ্ত যুক্তরাষ্ট্র ও চীন। তাদের এই দ্বৈরথ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাই ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই পরাশক্তির এই প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির স্বার্থে আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্যকে বিবেচনায় নিতে হবে।


রাজধানীর একটি হোটেলে আজ শনিবার সকালে ‘বে অব বেঙ্গল কনভারসেশনের’ উদ্বোধনী অধিবেশনে বিশেষ বক্তৃতায় মালির সাবেক প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন সিজিএসের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী এবং নির্বাহী পরিচালক ও বে অব বেঙ্গল কনভারসেশনের চেয়ার জিল্লুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও