প্রযুক্তির এই দিনে: ট্রানজিস্টর ব্যবহার করে আইবিএমের প্রথম গণনাযন্ত্র
প্রথম আলো
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৯:৫১
৭ অক্টোবর ১৯৫৪
ট্রানজিস্টর ব্যবহার করে আইবিএমের প্রথম গণনাযন্ত্র
ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য নলের বদলে সলিড-স্টেট ট্রানজিস্টর ব্যবহার করে প্রথম গণনাযন্ত্র তৈরি করে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এই যন্ত্রের নাম ছিল আইবিএম ৬০৮ ট্রানজিস্টর ক্যালকুলেটর। এটি ট্রানজিস্টরনির্ভর বিশ্বের প্রথম বাণিজ্যিক ক্যালকুলেটর। এটিকে বলা হয় ট্রানিজস্টরনির্ভর শক্তিশালী কম্পিউটারের পূর্বসূরি।