You have reached your daily news limit

Please log in to continue


এবার নিজস্ব এআই চিপ বানাতে চায় ওপেনএআই

এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির উপায় খুঁজছে চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই।

কোম্পানির পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বলছেন, চিপ তৈরির জন্য সম্ভাব্য অধিগ্রহণের বিষয়টিও বিবেচনায় রেখেছে ওপেনএআই।

সম্প্রতি রয়টার্সের পাওয়া অভ্যন্তরীণ তথ্য অনুসারে, এখনই বিষয়টি নিয়ে এগোচ্ছে না কোম্পানিটি। তবে, দামী এআই চিপের ওপর ওপেনএআইয়ের নির্ভরযোগ্যতার বিষয়টি সুরাহার কয়েকটি উপায় গত বছরের আলোচনায় উঠে এসেছিল বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর একটি উপায় হল, এনভিডিয়ার মতো চিপ নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নিজস্ব এআই চিপ তৈরি ও নিজস্ব সরবরাহকদের এনভিডিয়ার গণ্ডির বাইরে ছড়িয়ে পড়ার সুযোগ দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন