কাশ্মীরে সহকর্মীদের দিকে গুলি-গ্রেনেড ছুড়লেন সেনা কর্মকর্তা

জাগো নিউজ ২৪ কাশ্মীর প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৩, ১৪:৩১

ভারতের জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সহকর্মীকে নিশানা করে গুলি ও গ্রেনেড ছোঁড়ার অভিযোগ উঠেছে এক মেজরের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন জখম হয়েছেন, তবে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ৪৮ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের রাজৌরির থানামান্ডি এলাকায় এ ঘটনা।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার সম্ভবত ব্যক্তিগত কোনো ইস্যু ছিল। সম্ভবত ওই মেজর প্রথমে শূন্যে গুলি চালিয়েছিলেন। পরে তিনি সহকর্মীদের দিকে গুলি ছোঁড়েন। তবে যাদের দিকে নিশানা করা হয়েছিল তারা অত্যন্ত দক্ষ ও সন্ত্রাস মোকাবিলায় অভ্যস্ত ছিলেন। এ কারণে প্রাণহানির হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও