কোন পথে এগোচ্ছে জি২০
সম্প্রতি নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের পর সবাই একমত যে বৈশ্বিক ক্ষমতার রাজনীতিতে ভারত শক্তিশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু খোদ গ্রুপ অব টোয়েন্টির (জি২০) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে।
এবারের জি২০ সম্মেলনে ভারত নিঃসন্দেহে সাফল্য দেখিয়েছে। স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি সম্মেলনের প্রথম দিনই একটি যৌথ বিবৃতিতে সম্মত করতে পেরেছিলেন অংশগ্রহণকারী দেশগুলোকে। এ ধরনের বহুজাতিক সম্মেলনে সাধারণত শেষ দিনে এসে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো হয়। তা বিবেচনায় নিলে নরেন্দ্র মোদি বেশ সক্ষমতার পরিচয় দিয়েছেন। ইউক্রেন ইস্যুতে জি২০ভুক্ত দেশগুলোর গভীর বিভাজন আমলে নিলে এটা উল্লেখ করার মতো ঘটনা। শেষ পর্যন্ত দেশগুলো কোনো যৌথ বিবৃতি দিতে পারবে কিনা অনেকের মধ্যে এ নিয়ে শঙ্কা ছিল।