You have reached your daily news limit

Please log in to continue


ছয় খাতে বাড়তি ৯ হাজার কোটি টাকা রাজস্ব আয় করবে এনবিআর

আয়কর থেকে চলতি অর্থবছরে ১ লাখ ৩৭ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৩০০ কোটি টাকা আয় করতে পেরেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ধারণা করা হচ্ছে, ১৩ শতাংশ প্রবৃদ্ধিতে এবার আরো ১৫ হাজার ৪০০ কোটি বেশি আয় করা সম্ভব হবে। এর পরও লক্ষ্যমাত্রায় পৌঁছতে অতিরিক্ত আয় করতে হবে ৯ হাজার কোটি টাকার বেশি। ঘাটতি এ অর্থ আয়করের ছয় খাত থেকে ওঠানোর পরিকল্পনা করছে এনবিআর।

ডলার সংকট কাটাতে আইএমএফের কাছ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ সহায়তা নিচ্ছে সরকার। এ ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্থাটির একটি রিভিউ মিশন বাংলাদেশ সফর করছে। প্রতিনিধি দলটি গতকাল এনবিআরের ভ্যাট, আয়কর ও শুল্কনীতি সদস্য ও তাদের দলের সঙ্গে বৈঠক করে। সেখানে রাজস্ব আয়ের পরিকল্পনা তুলে ধরা হয়। লক্ষ্য ঘাটতির ৯ হাজার কোটি টাকার বেশি অর্থ আয়ে ছয়টি খাত নিয়ে পরিকল্পনার কথা জানানো হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এসব খাতের মধ্যে রয়েছে ভূমি নিবন্ধন, ভ্রমণ, তামাকজাত পণ্য, পরিবেশ সারচার্জ ও সর্বনিম্ন কর, কর আওতা বৃদ্ধি এবং বকেয়া আহরণ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন