কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৪ বছর বয়সিরাও খুলতে পারবে মোবাইল অর্থ লেনদেনের হিসাব

সমকাল প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ২২:৩৫

এখন থেকে ১৪ বছর বয়সীরাও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একাউন্ট খুলতে পারবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এমএফএস হিসাব খুলে লেনদেন করতে পারবে তারা। কিশোর-কিশোরীদের এই সেবা নেওয়ার সুযোগ দিয়ে মঙ্গলবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।


এমএফএস হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা। মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে একাউন্ট খোলা হয় তাই এমএফএস হিসাব। এতদিন শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এমএফএস একাউন্ট খুলে এই সেবা নিতে পারতেন।


মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের এমএফএস হিসাবে তাদের অভিভাবকের লিঙ্কড এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট হতে প্রতি মাসে সর্বোচ্চ ১০ বারে ৩০ হাজার টাকা ক্যাশ-ইন বা অ্যাড মানি অর্থাৎ টাকা জমা করা যাবে। একদিনে সর্বোচ্চ ৫ বারে জমা করা যাবে ৫ হাজার টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও