কানাডায় শিখ নেতা হত্যার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ
কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত শিখ সম্প্রদায়ের লোকজন। সমাবেশে সহস্রাধিক শিখ সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে স্বাধীন খালিস্তান রাষ্ট্রের পক্ষে স্লোগান দেন।
আজ সোমবার লন্ডনে ভারতের দূতাবাস ইন্ডিয়া হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিখ সম্প্রদায়ের লোকজন। ইন্ডিয়া হাউসের সামনে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা কানাডায় শিখ নেতা হরদীপ সিং হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত, কানাডা সরকারের এমন দাবির প্রতি একাত্মতা পোষণ করেন এবং পাঞ্জাবে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।
এ সময় ভারতীয় দূতাবাস ভবনে কেউ যেন হামলা করতে না পারেন, সে জন্য লন্ডন সিটি পুলিশ দূতাবাস ভবন বেষ্টনী দিয়ে মানুষের চলাচল বন্ধ রাখে।