নির্বাচন পর্যন্ত রাজপথে পাহারাদার হিসেবে থাকবে আ. লীগ: মির্জা আজম
নির্বাচন পর্যন্ত পাহারাদার হিসেবে রাজপথে থাকবে আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের কাচপুরে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
তিনি বলেন, 'আওয়ামী লীগ চলতি অক্টোবর থেকে আগামী নির্বাচন পর্যন্ত পাহারাদার হিসাবে রাজপথে থাকবে। যাতে বিএনপি জামায়াত অপশক্তি আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াওসহ দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সরকারের ক্ষতি করতে না পারে।'
তাদের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাজধানীর প্রবেশমুখে 'উন্নয়ন ও শান্তি' সমাবেশ করার ঘোষণা দেন মির্জা আজম।
তিনি বলেন, 'বিএনপি-জামায়াত অপশক্তিকে হুঁশিয়ার করে দিতে চাই। দেশের জনগণ শেখ হাসিনার শান্তি ও উন্নয়নের সঙ্গে আছে।'
মির্জা আজম বলেন, 'বিএনপি-জামায়াত এই অক্টোবর মাসে সরকার পতন ঘটানোর আল্টিমেটাম দিয়েছে। বিএনপি-জামায়াত জোটের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য আমরা ধারাবাহিকভাবে ঢাকার প্রবেশমুখগুলোতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছি। এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশ পথ সোনারগাঁয়ের কাচপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করব।'