কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নওয়াজ পাকিস্তানে ফেরার আগেই তাঁর জামিন চাইবে দল

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ১৫:৪৯

পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে ফেরার আগে তাঁর জামিন চাওয়া হবে।


পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) আইনি দল এই সিদ্ধান্ত নিয়েছে। তারা পিএমএল-এনের সর্বোচ্চ নেতার জামিনের জন্য লাহোর হাইকোর্টে যাবে। পাকিস্তানের দ্য নিউজ এই তথ্য জানিয়েছে।


নওয়াজ লন্ডন থেকে ২১ অক্টোবর পাকিস্তানের লাহোরে ফিরবেন বলে গত শনিবার ঘোষণা দেওয়া হয়েছে।

লাহোর বিমানবন্দরে নামার পর নওয়াজের গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্তটি পিএমএল-এনের আইনি দল নিয়েছে বলে জানা গেছে।


নওয়াজের ছোট ভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে অক্টোবরে পিএমএল-এন সুপ্রিমো দেশে ফিরবেন। তিনি দলের নির্বাচনী প্রচারাভিযানে নেতৃত্ব দেবেন।


দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও