বোলারদের ভুল চলতে থাকলে পাকিস্তানকে ৪০০ করতে হবে

দেশ রূপান্তর প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১৫:৫৭

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানরা যেন নিজেদের ব্যাটে শাণ দিয়েছেন। বাবর আজম ও সৌদ শাকিলের পঞ্চাশোর্ধ ইনিংস। আর মোহাম্মদ রিজওয়ান পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাতে নিউজিল্যান্ডকে ৩৪৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছিলেন তারা। কিন্তু বড় সংগ্রহের পরও কিউইদের কাছে ৬ ওভার বাকি থাকতেই পরাজয় বরণ করতে হয়েছে পাকিস্তানকে।


এমন হারের পর চুপ করে বসে থাকতে পারেননি পিসিবির সাবেক সভাপতি ও ধারভাষ্যকার রমিজ রাজা। তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘বোলারদের ভুল চলতে থাকলে ব্যাটসম্যানদের ৪০০ রানের স্কোর গড়তে হবে।’


নাসিম শাহের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া হাসান আলী সেদিন ৭.৪ ওভার বল করে ৬৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। খরুচে ছিলেন হারিস রউফ, আঘা সালমান, উসামা মিরসহ সবাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও