কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকায় বসছে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের কাউন্সিল সভা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১৪:৩১

দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাউন্সিল (এসএটিআরসি) সভা বসছে রাজধানী ঢাকায়। সোমবার (৩ অক্টোবর) তিন দিনব্যাপী এ কাউন্সিল সভা শুরু হবে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এটি দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিলের ২৪তম সভা।


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন খাঁন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, ঢাকায় আগামী ৩-৫ অক্টোবর পর্যন্ত এসএটিআরসির এবারের কাউন্সিল সভা হবে। বিটিআরসি কাউন্সিল সভার সব প্রস্তুতি শেষ করেছে। সোমবার (৩ অক্টোবর) হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে সভার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


জাকির হোসেন খাঁন আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হেনা মোরশেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও