কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাতারবাড়ী প্রকল্পে ১৬০০০ কোটি টাকার ঋণচুক্তি জাইকার

প্রথম আলো প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৯

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে (৭ম পর্বে) প্রায় ১৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে এ-সংক্রান্ত ঋণচুক্তি করেছে জাইকা। জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ারড পাওয়ার প্রজেক্টের সপ্তম ধাপের জন্য বাংলাদেশকে মোট ২ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি জাপানি ইয়েন ঋণ দেবে জাইকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। ঋণচুক্তিতে সই করেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি বা চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও