ব্রিজে উঠে ফুটবলারের আত্মহত্যার চেষ্টা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭
ফরাসি ক্লাব নিসের এক ফুটবলার গতকাল বিকেল থেকেই বেশ আলোচনায়। তবে ফুটবলীয় কোনো কারণে নয়; তিনি আলোচনায় এসেছেন মূলত আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে। ওই ফুটবলারের নাম অ্যালেক্সিস বেকা বেকা। ২২ বছর বয়সী এই ফুটলার ফ্রান্সের মাগনঁ ব্রিজে উঠে আত্মহত্যার হুমকি দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ এবং মনোবিদ। নিজেদের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনার পর আত্মহত্যা করা থেকে বিরত করেন বেকা বেকাকে। পরে দমকল বাহিনীর সাহায্যে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়।