বিভ্রান্তিকর পোস্ট রিপোর্ট করার সুবিধা সরিয়ে নিল এক্স, অস্ট্রেলিয়ায় উদ্বেগ
আদিবাসীদের অধিকার রক্ষায় অস্ট্রেলিয়ার গণভোটের আগে বিভ্রান্তিকর পোস্ট রিপোর্ট করার সুবিধা সরিয়ে ফেলেছে এক্স (টুইটার)। এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ নামে একটি অধিকার সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
ভোটের সময় ভুল তথ্য ছড়ানো বন্ধের টুল ‘মিসলিডিং ইনফরমেশন’ অপশনটি এক্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে না। ছবি: রান ডাউন বুলেটিনআদিবাসীদের অধিকার রক্ষায় অস্ট্রেলিয়ার গণভোটের আগে বিভ্রান্তিকর পোস্ট রিপোর্ট করার সুবিধা সরিয়ে ফেলেছে এক্স (টুইটার)। এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ নামে একটি অধিকার সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত সংসদে আদিবাসীদের অধিকার রক্ষার আসন্ন গণভোটে অস্ট্রেলিয়ার নাগরিকদের কীভাবে প্রভাবিত করবে তা চিঠির মাধ্যমে তুলে ধরেছে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ। এই গ্রুপই সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য করে।