![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/09/online/photos/ColomboHarbour-samakal-6514d923be35a.jpeg)
শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার এখনও নিশ্চিত নয়
অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার জন্য সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে শ্রীলঙ্কার প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন। সম্প্রতি শ্রীলঙ্কা সফর শেষে এক বিবৃতিতে আইএমএফ মিশনটি বলেছে, অর্থনীতির ব্যাপক চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রীলঙ্কার মানুষ সামর্থ্যের পরিচয় দিয়েছে। কঠিন ও বহুল প্রত্যাশিত সংস্কারগুলো বাস্তবায়নে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে শ্রীলঙ্কা। এতে দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতার প্রাথমিক আভাসও মিলছে।
তবে স্থিতিশীলতার প্রাথমিক এই আভাস সত্ত্বেও দেশটিতে পূর্ণাঙ্গ অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে মনে করছে আইএমএফের মিশন। তারা বলেছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এখনও শ্লথ। এমনকি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমে গেছে।
আইএমএফ মিশন জানায়, সাম্প্রতিক কয়েক মাসে দেশটির বৈদেশিক রিজার্ভ বাড়ানোর গতিও কমে গেছে। আরও কিছু অর্থনৈতিক সূচক মিশ্র প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। অর্থনীতির সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক স্থিতিশীলতা, টেকসই ঋণ ব্যবস্থাপনা, দরিদ্রদের সুরক্ষায় মনোযোগ দেওয়ার পাশাপাশি সংস্কার কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে মিশন।