
মাউন্ট ফুজি থেকে পড়ে গেছেন, সন্ত্রাসী হামলায় পড়েছেন, তবু ঘুরেছেন সব দেশ
প্রথম আলো
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪
যদি আপনি বেড়াতে পছন্দ করেন তাহলে স্টিফেন ফেনেচের গল্পগুলো আপনার জন্য। কানাডার নাগরিক স্টিফেন এমন একজন ব্যক্তি, তাঁর বেড়ানোর গল্প শুনে যে কারও হিংসা হবে। একটি, দুটি কিংবা ১০, ২০টি দেশে নয়, স্টিফেন ঘুরেছেন বিশ্বের সব কটি দেশে। শুনে অবাক হচ্ছেন? ভ্রমণপ্রিয় স্টিফেন এই অভিজ্ঞতা অর্জনে জীবনের ৩৬ বছর ব্যয় করেছেন।
বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা থেকে মধ্যপ্রাচ্যের শুষ্ক মরুভূমি, ইউরোপের পর্বতমালা থেকে আফ্রিকার জঙ্গল—সবখানে পা পড়েছে স্টিফেনের। কতশত অভিজ্ঞতা জমেছে তাঁর ঝুলিতে। ঘুরে এসেছেন উত্তর কোরিয়া। শ্রীলঙ্কায় গিয়ে সন্ত্রাসী হামলার মুখোমুখি হতে হয়েছে। জাপানের মাউন্ট ফুজি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। এসব তাঁর চলার পথে বাধা হতে পারেনি। দারুণ উদ্যমে বিশ্বের সব কটি দেশ ভ্রমণের লক্ষ্য অর্জন করেছেন স্টিফেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল