এক লাফে ৮ ফুট পার হতে পারে বিড়ালটি

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১২:৪৩

হঠাৎ করে বিড়ালকে উড়তে দেখলে নিশ্চয়ই আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। হয়তো চোখ কচলে আবার দেখার চেষ্টা করবেন যে যা দেখেছেন, তা ঠিক দেখছেন কি না। অস্কার নামের বিড়ালটি অবশ্য উড়তে পারে না, বরং সেটি এক লাফে অনেকটা দূর যেতে পারে।


যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের বাসিন্দা থিওডর শিয়েলস। অস্কার তাঁর পোষা বিড়াল। অস্কারের বয়স ৭ বছর। সম্প্রতি অস্কার এক লাফে ৮ ফুট ৫ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম লিখিয়েছে।


অল্প বয়স থেকেই অস্কারকে নানা রকম কৌশল শেখানো শুরু করেছিলেন শিয়েলস। শুরু হয় বসতে পারা, কোনো কিছু পাওয়ার জন্য হাত পাতার মতো করে অনুরোধ করা ও ছুড়ে দেওয়া খেলনা নিয়ে আসার মতো কৌশল দিয়ে। দুই বছর বয়স থেকে সেটি দীর্ঘ লাফ দেওয়া শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে বলে জানান শিয়েলস।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে শিয়েলস বলেন, শুরুতে অস্কার মাত্র কয়েক ইঞ্চি লাফ দিতে পারত। দ্রুত তার লাফ কয়েক ফুটে গিয়ে পৌঁছায় এবং এরপর এটি হুপের ভেতর দিয়ে লাফাতে শুরু করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে