আমাজন বাঁচাবে এআই

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯

পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চল ধ্বংসের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশবিজ্ঞানীরা। তাঁদের মতে, এর প্রত্যক্ষ প্রভাবে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই বনাঞ্চলটির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তাঁরা।


ব্রাজিলের মানাউসে একটি প্রকল্পের অধীনে আমাজনের গভীর বনাঞ্চলের ১০টি গাছে বেঁধে দেওয়া হয়েছে এআই প্রযুক্তির ছোট বাক্স। ‘কুরুপিরাস’ নামের এসব বুদ্ধিমান বাক্সে অডিও সেন্সর স্থাপন করা হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক থিয়াগো আলমেদা বলেন, স্থানীয় লোককথার বন্য প্রাণী কুরুপিরাসের নামে বাক্সগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, বনের শিকারি ও চোরাকারবারিদের শিকার করে থাকে কুরুপিরাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও