![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252Fd6972614-5690-47fc-acbc-a13f3bfbc591%252FTamim_came_to_BCB_today___6.jpg%3Frect%3D0%252C0%252C3372%252C1897%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
কী ছিল তামিমের মেডিকেল রিপোর্টে
চোটের কারণ দেখিয়ে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। এটা এক দিনের বাসি খবর। কিন্তু বাংলাদেশ দল যখন ভারতে যাচ্ছে, তখন দেশে বসে বোমা ফাটালেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিজিওর রিপোর্টে কী ছিল এবং মেডিকেল টিম কী বলেছিল, তা জানিয়ে নতুন করে বিতর্কের আগুনে ঘি ছিটিয়ে দিয়েছেন।
নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তামিম নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরায় স্বস্তির কথা জানান। তিনি বলেছেন, ‘সে ম্যাচের পর আমি মানসিক দিক দিয়ে খুশি ছিলাম। যা শেষ চার-পাঁচ মাস হয়েছে, সেগুলো মাথায় অতটা ছিল না সেভাবে। খেলতে মুখিয়ে ছিলাম আবার, বিশ্বকাপ খেলতে মুখিয়ে ছিলাম।’
তবে সেই নিউজিল্যান্ড সিরিজেই পিঠের পুরোনো চোট থেকে ফেরার পর বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েন তামিম। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তামিমের না থাকার ব্যাখ্যায় এ কথাই বলেছেন। কিন্তু তামিম আজ জানালেন ভিন্ন কথা, ‘স্বাভাবিকভাবেই এত দিন পর যখন ক্রিকেট খেলবেন, চোট থেকে সেরে উঠেছেন, ব্যথা অস্বস্তি থাকবেই। প্রথম ম্যাচের পরও ব্যথা অনুভব করেছি। যখন খেলা শেষ হলো, আমার অবস্থান ফিজিওকে বললাম যে, আমি কেমন বোধ করছি।’