কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কী আশ্চর্য কথা—নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, ভয় দেখায় ফখরুল: কাদের

যুগান্তর প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২২

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি কার্যকরের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কী আশ্চর্য কথা—নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ওই নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। আমেরিকা কি তাকে এজেন্ট নিয়োগ দিয়েছেন? ভয় দেখানোর এজেন্সি দিয়েছে মির্জা ফখরুলকে।


কেরানীগঞ্জের জিনজিরা পুরোনো বাস স্ট্যান্ডে মঙ্গলবার এক 'শান্তি ও উন্নয়ন সমাবেশে' এসব কথা বলেন তিনি। 'বিএনপি দেশজুড়ে সন্ত্রাস-নৈরাজ্যের ষড়যন্ত্রের প্রতিবাদে' এ কর্মসূচি পালন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।


আমেরিকার নিষেধাজ্ঞা কেউ মানে না উল্লেখ করে তিনি ভেনেজুয়েলা, গ্যাবন, সুদানে দেশটির নিষেধাজ্ঞার কথা বলেন। কিন্তু দেশগুলোও সেটি শোনেনি, এমনকি জাতিসংঘের নিষেধাজ্ঞাও অনেক দেশ শুনে না।


নিষেধাজ্ঞায় শেখ হাসিনাকে থামানো যাবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ চলবে সংবিধান অনুযায়ী। একাত্তরে আমাদের হারাতে পারেনি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞা পরোয়া করি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও