কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পড়া মনে রাখতে মাইন্ড ম্যাপিং

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০

ক্লাসে শিক্ষক যা পড়ান, তা হুবহু খাতায় টুকে ফেললেই কি পড়া মনে রাখা যায়? অনেকেই কিন্তু এভাবে পড়া মনে রাখতে পারেন না। আজ আমরা আলোচনা করব পড়াশোনা করার একটি বিশেষ পদ্ধতি, মাইন্ড ম্যাপিং নিয়ে। 


আমরা কিছু লাইন পড়ে একটা বিষয় নিতে যতটা না বলতে পারব, তার চেয়ে বেশি বলতে পারব কোনো ছবি দেখে। খেয়াল করে দেখবেন, প্রেজেন্টেশনের স্লাইডে কিন্তু আমরা লেখা কম, ছবি, গ্রাফ বা চার্ট বেশি ব্যবহার করি। এর কারণ একটা ছবি দেখলেই চট করে আমাদের মাথায় সেই বিষয়-সংক্রান্ত অনেক কিছু চলে আসে। আর এভাবেই কোনো তথ্য ভিজ্যুয়ালি মনে রাখার পদ্ধতিকে মাইন্ড ম্যাপিং বলে। 


মাইন্ড ম্যাপের সুবিধা
■    মাইন্ড ম্যাপ সৃজনশীল চিন্তন দক্ষতা বাড়াতে অনেক বড় ভূমিকা রাখে। কারণ এখানে আপনাকে কোনো একটা জিনিস দেখে পুরো বিষয়টা মনে রাখতে হবে।
■    কোনো কিছু দ্রুত মনে করতে এবং বেশি দিন পড়া মাথায় রাখতে সাহায্য করে। আপনি যদি প্রাণীর শ্রেণিবিন্যাস একটা টেবিলের মাধ্যমে মনে রাখতে চান, তাহলে মাইন্ড ম্যাপিং পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাহলে সেই টেবিলের ছবি কখনোই মাথা থেকে মুছে যাবে না। 
■    কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের আগে মাইন্ড ম্যাপ করে নিলে কাজ বেশ সহজ হয়ে যায়। 
■    মাইন্ড ম্যাপিং যে কারও চিন্তন দক্ষতা এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকে শাণিত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও