কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেলিগ্রাম চ্যানেলে স্টোরি পোস্টের সঙ্গে মিউজিক যোগ করার সুবিধা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫

ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে আরও আকর্ষণীয় করতে নতুন ফিচার এল। এখন চ্যানেলে স্টোরি পোস্ট, স্টিকারের মাধ্যমে রিঅ্যাকশন দেখানো এবং স্টোরিতে মিউজিক যুক্ত করা যাবে। দ্য টাইসম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। 


চ্যানেলে স্টোরি পোস্টের সুবিধা
বুস্ট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেলে স্টোরি দিতে পারবে। টেলিগ্রাম প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা চ্যানেলগুলোতে প্রথমে একটিমাত্র বুস্ট পাবে। বুস্টের সংখ্যা যত বাড়বে , চ্যানেলগুলোর লেভেলও তত বাড়বে। প্রতি লেভেলের জন্য একটি অতিরিক্ত স্টোরি পোস্ট করা যাবে। বুস্টের জন্য সাবস্ক্রাইব করতে প্ল্যাটফর্মটির বিশেষ লিংকে প্রবেশ করতে হবে। 


চ্যানেল বুস্টের লিংক পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. প্রথমেই চ্যানেল ইনফোতে যেতে হবে। 
২. এরপর মোর অপশনে যান। 
৩. মোর অপশন থেকে স্ট্যাটাসটিক গেলে বুস্ট করার লিংক পাবেন। 


স্টিকার রিঅ্যাকশন 
টেলিগ্রামের নতুন আপডেটে ব্যবহারকারীরা ও চ্যানেলগুলো স্টোরিতে রিঅ্যাকশন স্টিকার যুক্ত করতে পারবে। স্টোরি ভিউয়াররা এই ফিচারের মাধ্যমে বিভিন্ন ইমোজি ব্যবহার করে রিঅ্যাকশন দেখাতে পারবে। এর জন্য ক্লাউড আইকনে ট্যাপ করে স্টিকার প্যানেল থেকে নিজের পছন্দের ইমোজি নির্বাচন করতে হবে। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা নিজেদের তৈরি কাস্টম ইমোজি ব্যবহার করতে পারবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও