ঋতুস্রাবের সময় তীব্র ব্যথা, কখন সতর্ক হওয়া প্রয়োজন?
ঋতুস্রাব বা পিরিয়ডের সময় সময় ব্যথা অনুভব করেন প্রায় প্রত্যেক নারী। এই ব্যথা সাধারণত তলপেটে অনুভূত হয়। তবে তলপেটের সঙ্গে সঙ্গে এটি পিঠ, উরু, পা এবং শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।
ঋতুস্রাব চলাকালীন প্রায় পুরো সময়টা জুড়েই এ ব্যথা থাকে। তবে অনেক সময় এ ব্যথার তীব্রতা অনেক বেড়ে যায়। অনেক সময় ব্যথার তীব্রতায় খিঁচুনি পর্যন্ত হতে পারে। এ সময় কারো কারো বমি বমি ভাব, ডায়রিয়া এবং মাথাব্যথাও হতে পারে।
তবে ঋতুস্রাবের ব্যথা বিভিন্ন নারীর ক্ষেত্রে বিভিন্ন রকম ও মাত্রায় হয়। আর সবার শরীরের একই জায়গায় ব্যথা হয় না এবং সবার ব্যথার তীব্রতাও একই রকম হয় না।
যে কারণে ঋতুস্রাবের সময় ব্যথা হয়
ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নারী ও প্রজণন স্বাস্থ্য বিষয়ক গবেষক ড. কেটি ভিনসেন্ট যিনি ঋতুস্রাবের ব্যথা নিয়ে গবেষণা করছেন।
তিনি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, “৩০-৫০% নারীর ঋতুস্রাব যন্ত্রণাদায়ক হয় এবং এর মধ্যে অনেকের যন্ত্রণা এতো বেশি হয় যে, তাদের দৈনন্দিন জীবনযাপন বাধাগ্রস্ত হয়। ঋতুস্রাব চলাকালে যেসব শারীরিক উপসর্গ দেখা যায়, তার প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন কারণ রয়েছে।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য সচেতনতা
- ঋতুস্রাব