পাঁচবার রানার্সআপ হওয়া গায়ানাই এবার হেসেখেলে চ্যাম্পিয়ন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫
শিরোপার কাছাকাছি গিয়ে না ছোঁয়ার আক্ষেপ-ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে এটা ছিল ‘অলিখিত’ এক নিয়ম। পাঁচবার সিপিএল ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি গায়ানার। অবশেষে আজ সে গেরো খুলতে পেরেছে গায়ানা। ত্রিনবাগো নাইট রাইডার্সকে উড়িয়ে ২০২৩ এর সিপিএল চ্যাম্পিয়ন হয়ে যায় গায়ানা।
গায়ানার কাছে লক্ষ্যটা অবশ্য ছিল মাত্র ৯৫ রানের। এই কম রান করে চ্যাম্পিয়ন হতে হলে নাইট রাইডার্সকে অবিশ্বাস্য কিছু করতেই হতো। ত্রিনবাগো শুরুতেই উইকেট পেয়ে গিয়েছিল। তৃতীয় ওভারের তৃতীয় বলে আকিল হোসেনকে তুলে মারতে যান গায়ানা ওপেনার কিমো পল। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন নাইট রাইডার্স অধিনায়ক কাইরন পোলার্ড। ১১ বলে ২ চারে ১১ রান করেছেন পল। ২.৩ ওভারে গায়ানার স্কোর ১ উইকেটে ১৫ রান।