কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিকেটের হাত ধরে এশিয়াডে প্রথম পদক

সমকাল প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩

জিয়েজাং ইউনিভার্র্সিটি অব ক্রিকেট গ্রাউন্ডে অন্যরকম দৃশ্য। নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদের বাঁধভাঙ্গা উচ্ছাস। তাদের সেই উদযাপনে শামিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। হ্যাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের দলটি। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে পদকহীন ছিল বাংলাদেশ। এবার অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না। 


ভারতের কাছে হেরে ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙ্গে গেলেও ব্রোঞ্জের লড়াইয়ে মেয়েরা ছিলেন দুর্দান্ত। সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে জ্যোতির ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটি ছিল প্রশ্নবিদ্ধ। সেই ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছিল বাংলাদেশ। 


সোমবার তৃতীয় স্থান নির্ধারনী লড়াইয়ে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। স্বর্না আক্তার আর সানজিদা আক্তার মেঘলার দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। স্বর্না ৩টি এবং সানজিদা নেন ২ উইকেট। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও